২২ জুন, ২০২২ ২৩:৫৩

হাওরের অলওয়েদার সড়ক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

হাওরের অলওয়েদার সড়ক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক নিয়ে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বুধবার (২২ জুন) দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

প্রায় দেড় কিলোমিটারব্যাপী এই মানববন্ধনে অংশ নেন কয়েক হাজার মানুষ। অষ্টগ্রামের ইতিহাসে সর্ববৃহৎ মানববন্ধনে ৮টি ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, স্কাউটার, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক, জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দরী বাচ্চু, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস প্রমুখ।

মানববন্ধনে অধ্যাপক সৈয়দা নাসিমা আক্তার রিতা, উপজেলা আওয়ামী লীগ নেতা ছায়েদুর রহমান সাইদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মন্নাফ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর