২৩ জুন, ২০২২ ২২:৩৯

বগুড়া জেলখানায় হাজতীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলখানায় হাজতীর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়া জেলখানায় বিচারাধীন মামলার হাজতী মোয়াজ্জেম হোসেন সরকারের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর সাড়ে তিনটায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়া জেলা কারাগার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কাজিপুর উক্তরপাড়ার মৃত লাল চান সরকারের পুত্র মোয়াজ্জেম হোসেন ২০২১ সালের আগস্ট মাসের ১৬ তারিখে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হন। সিরাজগঞ্জ জেলা পুলিশ তাকে গ্রেফতার করে ওই বছরের ২৩ আগস্ট বগুড়া আদালতে প্রেরণ করে। তার মামলাটি বগুড়া আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় জেলে হাজতী হিসেবে থাকা অবস্থায় গত মঙ্গলবার (২১ জুন) সে অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় মারা যায়। 

বগুড়া জেল সুপার মনির আহমেদ জানান, মোয়াজ্জেম হোসেন চেক জালিয়াতি মামলার হাজতী ছিলেন। শুক্রবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর