২৩ জুন, ২০২২ ২২:৪৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাকুন্দিয়া রণক্ষেত্র, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাকুন্দিয়া রণক্ষেত্র, আহত ৩০

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রণক্ষেত্র পরিণত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া। দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিনের নেতৃত্বাধীন গ্রুপটি পুলেরঘাট বাজারে সমাবেশ আহ্বান করে। একই সময়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের গ্রুপটিও একই স্থানে কর্মসূচি ঘোষণা করে। বিকালে দুই গ্রুপ মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়। উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ প্রায় দেড় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টাধাওয়া চলে। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পাকুন্দিয়া ছাড়াও কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী থানা থেকেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে স্থানীয়ভাবে ১২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- চ্যানেল টুয়েন্টি ফোর'র জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৩), পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের মাছুম (৩৫), জুনিয়াইল গ্রামের হারিছ (৩০), পাঁচলগোটা গ্রামের কবির (৩৫), পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল আলম দেওয়ান (৪০), বিষুহাটি গ্রামের আরিফ (৩০), আদর্শপাড়া গ্রামের খায়রুল (৩৫), মাইজহাটি গ্রামের স্বপন (৩০), চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান (৬৫), ষাইটকাহন গ্রামের মুকুল (৩৫), পাকুন্দিয়া সদরের টিপু (৪০) ও রিপন (৩৮)। আহত অন্যদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর