৮ জুলাই, ২০২২ ১২:২৪

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে যানজট

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে যানজট

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মানুষের ঢল লক্ষ্য করা গেছে। থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

সরেজমিনে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের চিত্র দেখা গেছে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায়। তবে চন্দ্রা থেকে নবীনগর ও চন্দ্রা থেকে মির্জাপুর পযর্ন্ত মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অপরদিকে, গণপরিবহনে দ্বিগুণ ভাড়া থাকায় পিকআপ ও ট্রাক যুগে গন্তব্য স্থানে যাচ্ছেন যাত্রীরা। তবে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি।

যাত্রী সাফিয়া আক্তার জানান, গতকাল রাত তিনটা সময় ঢাকা থেকে রওনা দিয়েছি আজ ১১টার সময় চন্দ্রায় এসেছি রাস্তায় অনেক যানজট রয়েছে।
সাব্বির আহমেদ জানান, প্রতিটি গাড়িতে বেশি ভাড়া বেশি আদায় করা হচ্ছে। এই ব্যপারে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

সালনা হাইওয়ে পুলিশের ওসি মোঃ ফিরোজ হোসেন জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে তাই ধীরগতি চলছে। হাইওয়ে পুলিশ রাস্তায় দিন রাত কাজ করছে। বেশি ভাড়া আদায়ের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর