১২ জুলাই, ২০২২ ১৩:১৬

ভাঙ্গায় মহাসড়কে গাড়ির চাপ বেশি

ভাঙ্গা প্রতিনিধি:

ভাঙ্গায় মহাসড়কে গাড়ির চাপ বেশি

ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ছুটছে মানুষ। এ কারণে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সময় বাড়ার সাথে সাথে গাড়ির চাপও বাড়তে থাকে। দূরপাল্লার বাস, লোকাল বাস, মাইক্রো ও প্রাইভেট কারে করে মানুষ রাজধানীতে ছুটছে।

সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান করে রাজধানী মুখী মানুষের স্রোত লক্ষ্য করা যায়।

ভাঙ্গা পৌর শহরের বাসিন্দা নুরুল হক বলেন, এবারের মত  ভাঙ্গা এলাকার মহাসড়কে ভিড় অতীতে দেখা যায়নি।

ভাঙ্গা হয়ে ঢাকা যাচ্ছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শুকুর মিয়া। তিনি বলেন, পদ্মা সেতুর চালু হওয়ার কারণে আমি এ পথ দিয়েই বাড়ি গিয়েছি। আবার এ পথ দিয়েই ফিরছি। নদী পারাপারের কোন ঝামেলা নেই।

মাদারীপুর থেকে ঢাকাগামী পরিবহন চালক বলেন, অফিস আদালত খুলে দেওয়ার কারণে সোমবার বিকেল থেকেই ঢাকামুখী লোকজনের ভিড় বাড়তে থাকে। মঙ্গলবার সকাল থেকে ভিড় আরও বাড়তে থাকে।

ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোবহান মুন্সী বলেন, পদ্মাসেতু চালু হওয়ার কারণে ভাঙ্গা এলাকায় মহাসড়কের গুরুত্ব বেড়েছে। ১৯ জেলার মানুষ এবার ঈদে এ পথে যাতায়াত করছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর