২২ জুলাই, ২০২২ ১৮:৫৮

গৃহবধূ বিজলীর মৃত্যু নিয়ে রহস্য, স্বামীর বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর প্রতিনিধি

গৃহবধূ বিজলীর মৃত্যু নিয়ে রহস্য, স্বামীর বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি বাজারে শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মোঃ মামুন (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

ওই মানববন্ধনে স্বামী মামুনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম ছাত্তার, সাবেক মেম্বার বেলায়েত হোসেন, সমাজকর্মী সাহেদ কামাল সোয়েব ও নিহত বিজলীর মা ফাহিমা বেগম। 

জানা যায়, গত ১৬ জুলাই শনিবার দুপুরে জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র মোঃ মামুনের স্ত্রী বিজলী আক্তার( ১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বামীর ঘর থেকে বিজলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিজলীর বাবা আবুল কাশেম বাদী হয়ে হাতিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং ৫ তাং ১৬/৭/২০২২।

বিজলীর পরিবার একে হত্যা দাবি করলেও এ ব্যাপারে হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ওই দিন বাদী নির্দিষ্টভাবে কাউকে আসামি করতে না পারায় আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত জেনে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর