২৪ জুলাই, ২০২২ ১৭:২১

মাদারীপুরে সংযোগ সড়কের কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সংযোগ সড়কের কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদীর পাড় ঘেঁষে তৈরি সিডিখান ইউনিয়ন ও সাহেবরামপুর ইউনিয়নের সংযোগ সড়কের জাইল্লারহাট এলাকার কালভার্টটি গত মঙ্গলবার রাতে ভেঙে যায়। এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই ইউনিয়নসহ আশে পাশের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ৪০ হাজার মানুষ। ফলে তাদের প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পালরদী নদীর পাশে কালভার্টটির মাধ্যমে সিডিখান ইউনিয়ন ও সাহেবরামপুর ইউনিয়নের সংযোগসড়ক ছিল। 

স্থানীয়রা জানান, চর দৌলতখান ৭নং ওয়ার্ড, সাহবেরামপুরের মধ্য আন্ডারচর ২নং ওয়ার্ডসহ ৪টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। এসব গ্রামের বেশির ভাগ মানুষ কৃষিজীবী, যাদের প্রতিদিনই কৃষিপণ্য নিয়ে বিভিন্ন হাট-বাজারে যেতে হয়। রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়, ৬টি মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ৪টি হাট-বাজার। প্রায় ৯ ফুট চওড়া সড়কটির ৩০ ফুট অংশ এরিমধ্য নদীগর্ভে চলে গেছে। 

এছাড়া সিডিখান ইউপির ৯নং ওয়ার্ডের ৪৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাইল্লার হাট বাজারসহ স্থানীয় সত্তার মওলানার মাজারসহ রাস্তার পাশে থাকা অন্তত ৩০টি বসতঘর রয়েছে ঝুঁকির মুখে। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডে উপ-সহকারী মাহবুবুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ ওই তিনটি স্থান আমরা পরিদর্শন করেছি। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর