২৪ জুলাই, ২০২২ ১৯:৩২

রৌমারীতে ১০৯ শিখন কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারীতে ১০৯ শিখন কেন্দ্রের উদ্বোধন

রৌমারীতে ১০৯ শিখন কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১০৯টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। একইসঙ্গে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রবিবার দুপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রামের (সিএসডিকে) বাস্তবায়নে উপজেলার বাগুয়ারচর উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র থেকে এসব বিদ্যালয়ের কার্যক্রম চালু করা হয়। উপজেলার ১০৯টি শিখন কেন্দ্রে মোট ৩ হাজার ২৭০ জন ঝরে পড়া শিশুরা পড়াশোনা করার সুযোগ পাবে।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো  কুড়িগ্রামের সহকারী পরিচালক সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সিএসডির নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর