২৬ জুলাই, ২০২২ ১৮:১৯

অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১০ জনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১০ জনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি হোটেল থেকে আটক করা ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই হোটেল সিলগালা করে দেওয়া হয়।

দণ্ড পাওয়া ১০ জনের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ। এছাড়াও পৃথক অভিযানে আরও একজন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, সোমবার বিকেলে কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকার ওই হোটেল থেকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন ১০ জনকে আটক করে। পরে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর