৩০ জুলাই, ২০২২ ২১:২৩

তত্ত্বাবধায়ক সরকার হলে নতুন ইসি’র অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হাফিজ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তত্ত্বাবধায়ক সরকার হলে নতুন ইসি’র অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হাফিজ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল হলে বিএনপি নতুন ইসি’র আওতায় নির্বাচনে অংশ নেবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, দেশ থেকে  দুর্নীতি অবসান ঘটাতে আন্দোলন করছে।

শনিবার বিকেলে নগরীর গ্রান্ডহোটেল মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সারাদেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে রংপুরে মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
 
হাফিজ উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি নেতাদের হত্যা, গুম করা হচ্ছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাবন্দী করে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের চা খাওয়ার আমন্ত্রণ তামাশা ছাড়া কিছু নয়।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর