৩ আগস্ট, ২০২২ ১৯:৪৮

ডেমরায় নকল মশার কয়েল তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

ডেমরা প্রতিনিধি

ডেমরায় নকল মশার কয়েল তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

অভিযানে বিপুল পরিমাণ নকল কয়েল ধ্বংস করা হয়

ডেমরা থানার পাইটি এলাকায় নকল মশার কয়েল তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই‘র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল কয়েল ধ্বংস করা হয়।

বুধবার দুপুর দুইটায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এক  অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জের গর্জন নামক মশার কয়েল তৈরি কারখানার মালিক পারভেজ আহমেদ জানান, দীর্ঘদিন  ডেমরা থানার পাইটি এলাকায় কবির হাওলাদার নামে একজন তার কয়েলের ব্রান্ড নকল করে লতা গর্জন নামে মশার কয়েল তৈরি ও অবৈধ বাজারজাত করে আসছেন। এ নিয়ে বিএসটিআই কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার অভিযানে নামে বিএসটিআই।

বিএসটিআই এর ফিল্ড অফিসার শরীফুল ইসলাম বলেন, লতা গর্জন নামে একটি মশার কয়েল কারখানায় দীর্ঘদিন নকল কয়েল তৈরি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ডেমরা থানার পাইটি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কবির হাওলাদারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর