১২ আগস্ট, ২০২২ ২০:৫৪

নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত, দ্বীপের হরিণ লোকালয়ে

নোয়াখালী প্রতিনিধি

নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত, দ্বীপের হরিণ লোকালয়ে

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারের নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রধান সড়ক, বাজারগুলো প্লাবিত হয়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি ঢুকে পড়েছে বাড়িগুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুমদ্বীপ। জোয়ারে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা করছে স্থানীয়রা।

জানা গেছে, শুক্রবার সকালে অস্বাভাবিক জোয়ার  শুরু হলে জোয়ারের পানি ডুকে পড়া নিঝুমদ্বীপের প্রতিটি ওয়ার্ডে। প্রধান সড়কগুলো ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে কয়েকটি মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করলেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে অনেকে নিঝুমদ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করছেন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিঝুমদ্বীপে প্রায় ৪০ হাজার লোকের বসবাস। ইউনিয়নটির সাগরের একবারে কাছে হলেও নেই কোনো বেড়িবাঁধ। যার ফলে জোয়ারের সময় চারদিক দিয়ে একসাথে পানি এ ইউনিয়নে প্রবেশ করতে শুরু করে।

এ দিকে নিঝুমদ্বীপে অতিরিক্ত পানির কারণে উচু জায়গার অভাবে হরিন টিকতে না পেরে লোকালয়ে চলে আসছে। এতে অনেক হরিন ও হরিন শাবক জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে। লোকালয়ে আসার কারণে কুকুরের কামড়ে হরিন মারা যাচ্ছে। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অমাবশ্যা ও তিন নং সিগন্যালের কারণে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকে ৩ ফুট পানি উঠেছে এবং হরিণগুলো লোকালয়ে উঠেছে। তবে এতে কোনো সমস্যা নেই।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর