শিরোনাম
১৯ আগস্ট, ২০২২ ০০:৪৩

সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

নোয়াখালী প্রতিনিধি

সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত স্কুলছাত্রের নাম প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায় বন্ধুদের নিয়ে পুকুরে যেত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রীতম বসুরহাট হাইস্কুলের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. রবিউল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে মো. মামুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. মামুন উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শেখ ফরিদের ছেলে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর