১৯ আগস্ট, ২০২২ ১২:৪৩

বগুড়ায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বগুড়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে  জিলা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জিলা স্কুল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। পরে  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সাগর কুমার রায়, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সমাপদক নির্মল কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. এন সি বাড়ই, সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী, বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক ডা. সুজিত কুমার তালুকদার ও সাংগঠনিক সম্পাদক শেখর রায়। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর