২৪ আগস্ট, ২০২২ ২০:৩৬

চরফ্যাশনে নিখোঁজ ১৪ জেলের সন্ধান মিলেছে ভারতে

ভোলা প্রতিনিধি

চরফ্যাশনে নিখোঁজ ১৪ জেলের সন্ধান মিলেছে ভারতে

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ভোলার চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের ১৪ জেলে জীবিত আছেন বলে নিশ্চিত হয়েছেন স্বজনরা। সাতদিন পর নিখোঁজ জেলেরা স্বজনদের কাছে মোবাইল ফোন করে তাদের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকালে নিখোঁজ জেলে বারেক মাঝির ভাই মো. বাবুল গণমাধ্যমকে জানান, তার ভাই বারেক মাঝি তার মোবাইল ফোনে কল করে জানিয়েছেন, তারা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহিপুরের চালনা এলাকায় রয়েছেন। ট্রলারটিসহ তারা ১৪ জন জেলে সুস্থ আছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান জানান, চরমানিকা ইউনিয়নের ১৪ জন জেলেসহ বারেক মাঝির ট্রলারটির সন্ধান পাওয়ার বিষয়টি আমারা শুনেছি। যেহেতু জেলেরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে, অবশ্যই ফিরে আসার জন্য আমরাও সহযোগিতা করব। তবে নিখোঁজ জেলেরা ফিরে আসলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ১৪ জেলে নিয়ে নিখোঁজ হয়েছিল।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর