২৪ আগস্ট, ২০২২ ২১:৪৭

নাসিরনগরে কুষ্ঠ রোগ ও প্রতিবন্ধী অধিকার বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে কুষ্ঠ রোগ ও প্রতিবন্ধী অধিকার বিষয়ক কর্মশালা

নাসিরনগরে কুষ্ঠ রোগ ও প্রতিবন্ধী অধিকার বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‌‘কুষ্ঠ রোগ ও প্রতিবন্ধীর অধিকার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ও ঢাকা কমিউনিটি ব্যাসড রিহ্যাবিলিটেশন প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক।

ডিসিবিআরপির প্রজেক্ট ম্যানেজার লাভলী প্রভাতীর সভাপতিত্বে ও ডিসিবিআরপি সিডিএফ শিল্পী বৈরাগীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল, উপজেলা সমবায় কর্মকর্তা ফারজাহানা খন্দকার, ডা. মহিউদ্দিন মৃধা, মজিবুর রহমান ও হুমায়ূন কবির।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন সিডিএফ যোনাথন টুডু, বিথী সরকার ও বিনয় কস্তা প্রমুখ। কর্মশালায় কুষ্ঠ রোগের তথ্য, কুষ্ঠ রোগের চিকিৎসা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর