২৯ আগস্ট, ২০২২ ১৬:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যপী অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার প্রথমদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।

অভিযান চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় শহরের খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়া আণবিক কমিশনের অনুমোদন না থাকায় শহরের হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, প্রথম দিনের অভিযানে নিবন্ধনের বিষয়টি দেখা হচ্ছে। আগামীকাল থেকে সকল বিষয় দেখে সিলগালা বা জরিমানা করা হবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর