৩১ আগস্ট, ২০২২ ২১:১৫

নরসিংদীর চাকুরী মেলা থেকে শতাধিক বেকারের কর্মসংস্থান

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চাকুরী মেলা থেকে
শতাধিক বেকারের কর্মসংস্থান

নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চাকুরী মেলায় প্রথম দিনেই কর্মসংস্থান হলো প্রায় একশ জনের। আরো প্রায় চার থেকে পাঁচশ জনের চাকরী হচ্ছে শীঘ্রই। বুধবার দিনব্যাপী এক চাকুরী মেলার আয়োজন করে নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র। দেশে দক্ষ জনশক্তি তৈরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর শিবপুর শাষপুর এলাকায় প্রতিষ্ঠিত নিজ ক্যাম্পসেই এ চাকুরী মেলার আয়োজন করে নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র। মেলায় প্রাণ আরএফএল, পারটেক্স, ট্রান্সকম, ওকাপ, সম্ভব টেকনোলজি, বিডি জবস, স্পারো টেকনোলজি, বিগটেগ আইটি, নরসিংদী টিটিসি সহ প্রায় ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

মেলায় প্রায় এক হাজারেরও বেশী চাকুরী প্রার্থী তাদের পছন্দ মতো চাকুরীর বিপরীতে কাগজপত্র জমা দেন। এরমধ্যে যাচাই বাছাই শেষে প্রায় একশ জনের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়। বাকীদের মধ্যে আরো প্রায় চার থেকে পাঁচশজনকে এ থেকেই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো। 
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ও সেইফ প্রকল্পের অর্থায়নে এবারের চাকুরী মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, নরসিংদী চেম্বারের পরিচালক নুরে আলম ছিদ্দিকী, হ্যালভেটাস বাংলাদেশের প্রতিনিধি খালিদ হোসেন এবং ওকাপের প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে। 

এ সময় আয়োজকদের পক্ষ থেকে নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত জানান, এই মেলাকে ঘিরে যতটুকু আশা করেছিলাম তার থেকে প্রাপ্তিটা বেশী হয়েছে। এই মেলার মাধ্যম দেশে দক্ষ জনশক্তি তৈরী, মূল্যায়ন ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই ছিলো মূল লক্ষ। আজ ১২টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় এক হাজারেরও বেশী চাকুরী প্রার্থী তাদের আবেদন জমা করেছেন। এই থেকে যদি কিছুলোকেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলেই এই মেলা সার্থক বলে মনে করবো। 

এই প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেজমেন্ট (চাকুরী লিয়াজো) কর্মকর্তা প্রকৌশলী মো: রোবেল মিয়া জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী, মূল্যায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যেই প্রথমবারের মতো এই চাকুরী মেলার আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই মেলায় সকাল থেকে চাকুরী প্রার্থীরা ঘুরে ফিরে মেলা পরিদর্শন করে তাদের পছন্দ অনুযায়ী পদের বিপরীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এতে করে প্রায় এক হাজারের মতো প্রার্থী তাদের কাগপত্র জমা দেন। এই থেকে প্রথম দিনেই প্রায় একশ জনকে চাকুরী দিতে মনোনিত করা হয়েছে। বাকীদের থেকে প্রায় আরো চার/পাঁচশ জনকে ধারাবাহিকভাবে চাকুরী দেয়ার কথা বলেছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এই অল্প সময়ের ব্যবধানে ব্যাপক সাড়া পাওয়া আগামীতে ব্যাপক পরিসরে মেলাটি করার ইচ্ছা রয়েছে। সবশেষে অংশগ্রহনণরী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা তুলে দেয়া হয়। 

বিডি প্রতিদিন/এএ     

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর