১১ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১১

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সৈয়দ নাজমুল হুদা ও সৈয়দা আখতারুন্নেছা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে আজ রবিবার এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

কলেজটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ওবায়েদ ওয়ালীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বৃত্তি প্রদান করেন সরকারি নাজির আখতার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালহা মোহাম্মদ মনিরুল ইসলাম। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সৈয়দ নাজমুল হুদা ও সৈয়দা আখতারুন্নেছা স্মৃতি ট্রাস্টের সমন্বয়কারী এবং কলেজের জমিদাতা ডা. সৈয়দ আখতার কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, স্মৃতি ট্রাস্টের প্রতিনিধি লেখক-সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল। 

এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক এইচএম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক নিলুফা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন ও প্রভাষক জাকির হোসেন। অনুষ্ঠানে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন শিমন আহম্মেদ বাদল।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর