১৫ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৪

সুশৃঙ্খল পরিবেশে কালিয়াকৈরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কালিয়াকৈর প্রতিনিধি

সুশৃঙ্খল পরিবেশে কালিয়াকৈরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ২টায় শেষ হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১ অক্টোবর। 

করোনা মহামারির কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ১৭ জুন শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর নতুন সূচি প্রকাশ করা হয়। 

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল মোট পরীক্ষার্থী ৭৫০২ জন সঠিক সুন্দরভাবে  ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর