১৮ সেপ্টেম্বর, ২০২২ ১৩:২৬

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম-নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম-নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

ময়মনসিংহে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা ও জারিয়ার রেল যোগাযোগ। রবিবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ রেলপথের যাত্রীরা।

তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর