১৭ অক্টোবর, ২০২২ ১৭:৫৬

যশোরে ফের জেলা পরিষদ চেয়ারম্যান হলেন সাইফুজ্জামান পিকুল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ফের জেলা পরিষদ চেয়ারম্যান হলেন সাইফুজ্জামান পিকুল

সাইফুজ্জামান পিকুল

যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ৯৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএলডিপি মনোনীত প্রার্থী মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৪ ভোট।  এছাড়া সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (শার্শা উপজেলা) সালেহ আহমেদ মিন্টু, ২ নম্বর ওয়ার্ডে (ঝিকরগাছা উপজেলা) রফিকুল ইসলাম বাপ্পী, ৩ নম্বর ওয়ার্ডে (চৌগাছা উপজেলা) তৌহিদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে (অভয়নগর উপজেলা) আব্দুর রউফ মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া উপজেলা) সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ৬ নম্বর ওয়ার্ডে (সদর উপজেলা) জবেদ আলী, ৭ নম্বর ওয়ার্ডে ( মণিরামপুর উপজেলা) গৌতম চক্রবর্তী ও ৮ নম্বর ওয়ার্ডে (কেশবপুর উপজেলা) আজিজুল ইসলাম বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড-১ এ শায়লা জেসমিন, সংরক্ষিত ওয়ার্ড ২-এ রেহেনা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড ৩-এ তাসরিন সুলতানা শোভা নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন এক হাজার ৩১৯ জন জনপ্রতিনিধি।

যশোর সদর উপজেলায় ভোটগ্রহণ হয় শহরের সরকারি কালেক্টরেট স্কুলে। এছাড়া বাকি সাতটি উপজেলা পরিষদে ভোটকেন্দ্র করা হয়। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩২ জন পোলিং অফিসারের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর