১৮ অক্টোবর, ২০২২ ১৪:৪৭

বগুড়ায় অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বগুড়ায় অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। একই সাথে অপহরণ হওয়া আকাশ হোসেন (২৪) ও সুমাইয়া আক্তারকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের নারুলী এলাকার চান্দু মিয়ার ছেলে শাকিল হোসেন (২৪), নুর আলমের ছেলে জুয়েল রানা (২৫) ও মৃত মোকলেছারের ছেলে সাকিব হোসেন (২২)। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মবিন খান আজ মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

তিনি জানান, গ্রেফতার তিনজনসহ উঠতি বয়সের প্রায় ৮ জন তরুণ মিলে একটি অপহরণ চক্র গড়ে তোলে। প্রায় তিন বছর যাবত তারা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের সুযোগ বুঝে অপহরণের পর মুক্তিপণ আদায় করতো। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে আকাশ হোসেন ও সুমাইয়া আক্তার পূর্ব পরিচিত হওয়ার সুবাদে শহরের মাটিডালি বিমান মোড়ে দেখা করতে যান।
এসময় গ্রেফতার হওয়া ৩ অপহরণকারী তাদের সহযোগীদের নিয়ে আকাশ ও সুমাইয়াকে ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে। পরে তাদের সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে শহরে নারুলী আকাশতারার রেল লাইন এলাকায় নিয়ে যায়।

তিনি জানান, অপহরণকারীরা সেখানে অপহৃত আকাশ ও সুমাইয়াকে জিম্মি করে তাদের নিজ নিজ মুঠোফোন থেকে পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণ না পেলে তাদের হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। এছাড়াও প্রাথমিকভাবে সুমাইয়ার পরিবারের থেকে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা আদায় করে তারা। আকাশের স্ত্রী বগুড়া সদর থানায় জিডি করার পরে বিষয়টি বগুড়া র‌্যাবকে অবহিত করে। এরপরে মাত্র দুই ঘণ্টার মাথায় র‌্যাব-১২ বগুড়া প্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান নিশ্চিত করে অভিযানে নামে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নারুলী আকশাতারা এলাকার একটি ধানের জমি থেকে আকশাকে ও তার পাশের একটি এলাকা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া তিন অপহরণকারী ধরা পড়ে যায়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রায় ৭ থেকে ৮ জন অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার আরও জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া অপহরণকারীদের মধ্যে রাহুল, ইমেন ও হাছান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে শনাক্তসহ সবাইকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় গ্রেফতার শাকিলের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ১১ মাস জেলহাজতে থাকার পরে সম্প্রতি তিনি জামিনে যুক্তি পান। এরপর আবারও শাকিল অপরাধমূলক কর্মকান্ড শুরু করেন।

র‌্যাব-১২ বগুড়ার এই কর্মকর্তা বলেন, গ্রেফতার যারা হয়েছেন তারাসহ শনাক্ত হওয়া তিনজন ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর