১৯ অক্টোবর, ২০২২ ২০:১৫

নরসিংদীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাশের প্রতীকী ছবি

নরসিংদীর শেখেরচরের একটি মাদ্রাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদ্রাসা ভবনের চার তলার একটি শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

উদ্ধারকৃত ছাত্রী আফরিন (১৬) সদর উপজেলার শেখেরচর জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী।

সূত্র জানায়, বুধবার ক্লাস থেকে শিক্ষকের অনুমতি নিয়ে টয়লেটে যায় আফরিন। কিন্তু দীর্ঘক্ষণ চলে গেলেও সে ফিরে আসে না। একপর্যায়ে খুঁজতে গেলে টয়লেটের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মাদ্রাসা শিক্ষক ও আফরিনের পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরেই মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করে আসছিল আফরিন। প্রতিদিনের মতো বুধবারও জোর করে মাদ্রাসা দিয়ে যান তার বাবা।

আফরিনের বাবা মো. ডালিম মিয়া বলেন, বেশ কিছুদিন ধরেই মেয়ে মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পড়ালেখার কথা চিন্তা করে অনিচ্ছা সত্ত্বেও আমি তাকে মাদ্রাসায় দিয়ে আসি। পরে দুপুরে এক শিক্ষকের ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর