২৪ অক্টোবর, ২০২২ ০৮:৫১

শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে: ম. রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে: ম. রাজ্জাক

কুতুবপুর স্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ম. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার সরকারের প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। আমাদের কৃতি খেলোয়াড়রা দেশের জন্য সুনাম বয়ে আনছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূলে ভালো খেলোয়াড় গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তুলতে কাজ করছে সরকার। 

তিনি বলেন, নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ভালোমানের খেলোয়াড় গড়ে তুলতে হবে। পাশাপাশি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে।  তিনি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা করার জন্য তরুণ যুবসমাজের প্রতি আহ্বান জানান।

রবিবার বিকালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর স্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

কুতুবপুর সূর্যোদয় ক্লাবের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ  সম্পাদক জুলফিকার রহমান শান্ত, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, কুতুবপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুজ্জামান রাছেল, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরো, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ প্রিন্স,  রুবেল উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদুল ইসলাম। ধারাবর্ণনা দেন রফিকুল ইসলাম। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ম. আব্দুর রাজ্জাকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে ২০ হাজার মানুষ অংশ নেন। খেলায় জোড়গাছা একাদশ চ্যাম্পিয়ন হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর