২৫ অক্টোবর, ২০২২ ০৮:৫৬

বরগুনায় গাছ পড়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনায় গাছ পড়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

ঝাড়ে বসতঘরে গাছ ভেঙে পড়ে

বরগুনা সদর উপজেলায় বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামে সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং-এ গাছচাপা পড়ে আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাত সাড় ৮ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাখালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মাইনউদ্দীন ময়না এই তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, আমেনা খাতুনের বাড়ি এসে স্থানীয় ইউপি সদস্য আশ্রয়ণ কেন্দ্রে যেতে বলেন। কিন্তু তিনি আশ্রয়ণ কেন্দ্রে যেতে রাজি হননি। নাতিরা তাদের ঘরে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। রাতে ঝড়ের একপর্যায়ে পাশে থাকা চাম্বল গাছ উল্টে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় ও বাড়ির লোকজন রাতেই ঝড়ের মধ্য গাছ সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্বার করে।

ঘটনার পরপরই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ফয়সাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেনসহ  প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক আমরা আমেনা খাতুনের বাড়ি গিয়ে বিস্তারিত জেনেছি। তার দাফনসহ সার্বিক সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর