২৫ অক্টোবর, ২০২২ ১১:০৮

ধামরাইয়ে ঝড়ের প্রভাবে ফসল ও সবজির ব্যাপক ক্ষতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে ঝড়ের প্রভাবে ফসল ও সবজির ব্যাপক ক্ষতি

ঢাকার ধামরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক স্থানে গাছ পড়ে ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকা টানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

সিত্রাংয়ের কারণে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ধামরাইয়ের সোমভাগ,গাঙ্গুটিয়া, আমতাসহ ১৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসল ও সবজি চাষীদের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা রাস্তাঘাট ভেঙে গেছে। দক্ষিণ এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের সামছুল ইসলাম জানান, কালামপুর ধামরাই সড়কের গাছ তার ঘরের ওপর পড়ে ঘর ভেঙে গেছে। গাছ পড়ে অনেক গ্রামীণ সড়ক মঙ্গলবার সকাল পর্যন্ত অচল রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমরা মাঠ পর্যায়ে সরেজমিনে গিয়ে কৃষকদের ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর