২৬ অক্টোবর, ২০২২ ০৩:৪২

নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

মেহেদুল ইসলাম।

নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলামকে অবশেষে স্ট্যান্ড রিলিজ আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব আবুল কালাম স্বাক্ষরিত আদেশ সদর উপজেলা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি নাটোরে এমওপি সারের কৃত্রিম সংকট করে সার সিন্ডিকেটের সদস্যরা ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত  হয় । এসময় গণমাধ্যমকর্মীদের কাছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম সার সিন্ডিকেট সদস্যদের পক্ষে সাফাই গান মেহেদুল। এরই পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে তাকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বদলির আদেশ দেয়া হয়। এদিকে, গত ৫ সেপ্টেম্বর জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানকে নাটোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের আদেশ দেয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম নতুন কর্মস্থলে ১ মাস ২৪ দিনেও যোগদান করেননি। উপরন্তু নীলিমা জাহান গত ১৮ অক্টোবর নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানপত্র জমা দিলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, তার (মেহেদুল ইসলাম) কার্যালয়ে স্ট্যান্ড  রিলিজের অনুলিপি পাঠানো হয়েছে।

সদর উপজেলার নতুন কৃষি কর্মকর্তা নীলিমা জাহান যোগদান করতে না পারার বিষয়ে আব্দুল ওয়াদুদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) এর মধ্যে নতুন কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর  করা হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর