২ নভেম্বর, ২০২২ ১৮:৩৭

নাটোরে জাতীয় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি

নাটোরে জাতীয় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

নাটোরে জাতীয় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

নাটোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতালে এসে শেষ হয়।

এ উপলক্ষে হাসপাতাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। পরে হাসপাতালের শহীদ নূরুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র অলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জালাল উদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর