শিরোনাম
২ নভেম্বর, ২০২২ ২২:০৫

পার্বতীপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

মো. আমজাদ হোসেন

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র পদে নির্বাচিত হয়েছেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৭৬৫টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সদ্য পদত্যাগী সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক (নারিকেল গাছ)। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৯ হাজার ২২১টি।

ভোট গণনা শেষে বুধবার রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তারা দুজনই প্রার্থী ছিলেন। নির্বাচনে ২১ হাজার ৯৮৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পার্বতীপুর পৌরসভার ভোটার সংখ্যা ছিল ৩৪ হাজার ৩৯৯ জন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্বতীপুর পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সাথে সীমানা জটিলতা সৃষ্টি হলে এতোদিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত ছিল।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর