৩ নভেম্বর, ২০২২ ১৯:২৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালিত

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ। জাতীয় চার নেতার স্মরণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় বীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ও শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান এর স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালী, শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিল। 

বৃহস্পতিবার সকালে একটি শোক র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দিন আহমদ হলে স্থাপিত শহীদ তাজউদ্দিন আহমদের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ তাজউদ্দিন আহমদ হলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর