১০ নভেম্বর, ২০২২ ২১:২৮

গাজীপুরে নগর স্বাস্থ্য ও নগর ধারণা নিয়ে কর্মশালা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নগর স্বাস্থ্য ও নগর ধারণা নিয়ে কর্মশালা

গাজীপুরে নগর স্বাস্থ্য ও সুস্থ নগর ধারণা নিয়ে এক কর্মশালায় বক্তারা বলেছেন, গ্রামকে শহর নয়, শহরের সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে দিলে গ্রামগুলো আদর্শ গ্রামে পরিণত হবে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের আমতলী এলাকায় কেয়ার বাংলাদেশের আরবান হেলথ প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।

কর্মসূচিতে কেয়ার বাংলাদেশের জ্যেষ্ঠ টেকনিক্যাল কো-অর্ডিনেটর হাফিজুল ইসলাম বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবায় একটি প্রক্রিয়া আছে কিন্তু নগরে সঠিক কোনো প্রক্রিয়া নেই। গ্রামের মানুষ প্রথম কমিনিউটি ক্লিনিক, এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তারপর জেলা সদরে গিয়ে চিকিৎসা নেন। কিন্তু নগরের মানুষের মধ্যে চিকিৎসার সেই প্রক্রিয়া পাওয়া যায় না।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের কো অর্ডিনেটর মনীষা মাফরুহা, প্রোগ্রাম অফিসার দিলারা তালুকদার, আবদুল্লাহ আল মুঈজ, উম্মে সালমা, শেখর দাস ও আলাউদ্দিন হোসেন প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর