২০ নভেম্বর, ২০২২ ০০:৪৪

চট্টগ্রামে ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই, পুলিশসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই, পুলিশসহ আহত ১০

প্রতিনিধিত্বমূলক ছবি

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা চালিয়ে দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ দশজন আহত হয়েছেন। শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার মোখলেসুর রহমান বলেন, শনিবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাদের ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা চালায় মাদক ব্যবসায়ীদের সহযোগীরা। তারা ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। তাদের হামলায় আহত হন তিন পুলিশ সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হানিফ ও দেলোয়ার নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে কালুরঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামান। গ্রেফতার করে ফাঁড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই তাদের ছিনিয়ে নিতে যায় তৃতীয় লিঙ্গের লোকজন। তারা পুলিশ ফাঁড়িতে হামলা ও সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে হানিফের বোন নাজমা গুলিবিদ্ধ হন। সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর