২১ নভেম্বর, ২০২২ ১৫:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান-মেম্বার-সচিবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান-মেম্বার-সচিবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স সোমবার স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শুরু হয়েছে। বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল-আরেফীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন ও মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা মুজিব।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণ নিজের ওপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে করতে পারবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ইউনিয়নের প্রধান। তাই তার দায়িত্বও বেশি। চেয়ারম্যানরা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে কাজের গতি  আরও বাড়বে। জন্মনিবন্ধনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে ছিলাম, গত মাসে কিছুটা উন্নতি হয়েছে। জন্মনিবন্ধনের জন্য সকলকে আরও সচেষ্ট হতে হবে।

গ্রাম আদালত চালুর তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত চালু হলে গ্রামের ঝগড়াঝাটি অনেকটা কমে যাবে। শালিস দরবার করতে হবে না। গ্রামের হোল্ডিং ট্যাক্স আদায়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সের টাকা দিয়ে গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করা যাবে। হোল্ডিং ট্যাক্স আদায় হলে পরিষদ নিজের টাকাই চলতে পারবে।

তিন দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ১৪০ জন অংশগ্রহণ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর