৬ ডিসেম্বর, ২০২২ ১১:১৫

কানাডা যাচ্ছেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য

অনলাইন ডেস্ক

কানাডা যাচ্ছেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ

তৃতীয় দফায় কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য। পূর্বে দুই দফায় মুহিবুল্লাহর পরিবারসহ ২৫ জন স্বজন কানাডায় গিয়েছেন।

উখিয়া ট্রানজিট পয়েন্টের রোহিঙ্গারা জানান, মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের বড় ভাই রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্যকে কানাডায় নেওয়ার কথা বলে কুতুপালং ট্রানজিট পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, মুহিবুল্লাহর স্বজন দুই পরিবারের ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন। তাদের কানাডায় যাওয়ার সকল প্রক্রিয়া শেষে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে তাদের।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। পূর্বে দুই দফায় মুহিবুল্লাহর ২৫ জন স্বজন কানাডায় গিয়েছেন।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর তার পরিবারের সদস্যদের ক্যাম্প থেকে সরিয়ে উখিয়া ট্রানজিট পয়েন্টে কঠোর নিরাপত্তায় রাখা হয়। তাদের নিরাপত্তায় অন্য কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া করা হয়। তারই অংশ হিসেবে তিন দফায় কানাডায় নেওয়া হয় তাদের।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর