২০ ডিসেম্বর, ২০২২ ২২:০৯

শ্রীবরদী থানায় পদ্মা সেতুর প্রতিরূপ, পিঠা উৎসব

শেরপুর প্রতিনিধি

শ্রীবরদী থানায় পদ্মা সেতুর প্রতিরূপ, পিঠা উৎসব

উৎসবে আমন্ত্রিত অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়

৫২ তম বিজয় দিবসকে কেন্দ্র করে শেরপুর শ্রীবরদী থানায় পদ্মা সেতুর একটি প্রতিরূপ নির্মাণ করা হয়েছে। সোমবার বিকালে দৃষ্টি নন্দন সেতুটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

বাঁশের খুঁটির ওপর ককশিট দিয়ে সেতুর পিলার, স্প্যান, সংযোগ সড়ক, রেলিং, বাতির খুঁটি, সিসি ক্যামেরা ইত্যাদি নির্মাণ করা হয়েছে। সেতুর ওপর রাখা হয়েছে খেলনা গাড়ি। এক প্রান্তে স্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।

প্রতীকী এই পদ্মাসেতু ঘিরে থানা প্রাঙ্গনে বসে পিঠা উৎসব। পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাঁপা, পুলি, পাটিসাপটা ও চিতই পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা সরবরাহ করা হয়।

প্রতীকী পদ্মাসেতু  নির্মাণ এবং পিঠা উৎসবের বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দে বলেন, সরকারের বিশেষ সাফল্য পদ্মা সেতু। অনেক মানুষ বাস্তবে সেতু দেখতে পারেননি আবার অনেকের পক্ষে হয়তো দেখা সম্ভব হবে না। পদ্মা সেতু কেমন তা দেখাতেই ছোট করে হলেও স্থানীয় থানা পুলিশ এই ব্যবস্থা করেছে। বিজয়ের মাসব্যাপী এটা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর