২৪ ডিসেম্বর, ২০২২ ১৫:১০

দেশের বৃহত্তম খ্রিস্টান পল্লীতে বড়দিনের বর্ণিল আয়োজন

মেহেরপুর প্রতিনিধি

দেশের বৃহত্তম খ্রিস্টান পল্লীতে বড়দিনের বর্ণিল আয়োজন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম খ্রিস্টান পল্লী মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর ও রতনপুর সেজেছে বর্ণিল সাজে। আলোকসজ্জা হয়েছে পুরো গ্রাম।

গ্রাম দুটির মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে গোশালা। দিনটি উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর করতে প্রতিটি বাড়িতে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, জিঙ্গেল বেল, ভোজখাবার, আলোকসজ্জা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার রাত থেকে শুরু মূল উৎসব।

বল্লভপুরের তরুণী শিখা মল্লিক বলেন, আমাদের সকল প্রস্তুতি শেষ। ৭ দিন ব্যাপী মেলা হবে, পিঠা-পুলি হবে। আতশ বাজি উৎসব হবে। উৎসব, আমেজ, আনন্দ অনেক বেশি হবে। নতুন জামাকাপড় কেনা হয়েছে।
 
বল্লভপুর চার্চের পুরোহিত মৃত্যুঞ্জয় মন্ডল বলেন, শুভ বড়দিন উপলক্ষে ইম্মানুয়েল চার্চের নিয়ন্ত্রণাধীন চার্চগুলোতে ব্যাপক আয়োজন গ্রহণ করা হয়েছে। আমরা এবারও প্রভুর কাছে বিশ্ব শান্তি কামনা করবো।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি রাসেল বলেন, খ্রিস্টান সম্প্রাদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড় দিন। উৎসব উপলক্ষে নিরাপত্তার জন্য সকল প্রস্তুতি রয়েছে। জাঁকজমক ভাবে অনুষ্ঠান শেষ হবে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর