২৫ ডিসেম্বর, ২০২২ ১৫:০১

বরিশালে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বরিশালে যথাযথ ভাবগাম্ভির্য্য এবং উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছে খ্রিষ্টান সম্প্রদায়। এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্থান থেকে খ্রিষ্ট ভক্তরা প্রার্থনায় অংশ নেন। 

ভক্তরা বলেন, প্রতি বছরের মতো এবারও তারা আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের নির্দেশনা থাকলেও উপেক্ষতি হয়েছে। প্রার্থনায় তারা মহামারি মুক্ত বিশ্ব কামনা করেন।
 
ভক্তরা আরও বলেন, সব ধর্মেই মানবতা, প্রেম, সহমর্মিতা ও অহিংসতা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থনা করেন। যীশু খ্রীস্টের জন্মদিনে প্রার্থনা করে তারা আগামী একটি বছর ভালোভাবে চলার অনুপ্রেরনা পান বলে জানান।

মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বোধ এবং মানুষ যেন শান্তি সম্প্রীতিতে বসবাস করতে পারেন এবারের বড় দিনে সেই প্রার্থনা করা হয়েছে বলে জানান বিশপ ইমান্যুয়েল কানন রোজারিও। বরিশালে ক্যাথিড্রাল ছাড়াও, অক্সফোর্ড এবং ব্যাপ্টিস্ট পল্লীতে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শুভ বড়দিন।
     

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর