২৮ ডিসেম্বর, ২০২২ ১৬:৫১

চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে আলোচনা সভা

নাটোর প্রতিনিধি

চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে আলোচনা সভা

চলনবিলে পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জন সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে বন অধিদপ্তর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান। মূলবক্তব্য উপস্থাপন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মহসিন আলম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর