৬ জানুয়ারি, ২০২৩ ২০:০৬

নেত্রকোনার কেন্দুয়ায় কীটনাশক পানে কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় কীটনাশক পানে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় কীটনাশক পানে ( ইঁদুরের বিষ) আবু হানিফা (৫২) নামে এক কৃষকের মুত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার মোজাফফর পুর গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, পরিবারের সাথে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে ঘরে থাকা ইঁদুরের বিষ পান করেন আবু হানিফা। পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার করে নিকটস্থ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

মোজাফফরপুর গ্রামের মৃত সুলতু মিয়ার ছেলে কৃষক আবু হানিফা। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

গ্রামের বাসিন্দা এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, হানিফা গরীব ছিল। স্ত্রীর সঙ্গে অভিমানের পর কীটনাশক পান করেন বলে জানতে পেরেছি।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, তার মুত্যুর কারণে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর