৮ জানুয়ারি, ২০২৩ ১৩:৫৬

টেকনাফের হ্নীলা পাহাড় থেকে ৪ কৃষককে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের হ্নীলা পাহাড় থেকে ৪ কৃষককে অপহরণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলাী পাহাড় থেকে চার স্থানীয় কৃষককে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার হ্নীলার লেচুয়াপ্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে অপহৃতদের স্বজনরা জানিয়েছেন।

জানা যায়, অপহৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আব্দু সালাম, আব্দু রহমান, মুহিবুল্লাহ ও আব্দুল হাকিম। তারা সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

অপহৃত আব্দু সালামের বড় ভাই মুন্সি রফিক জানান, পাহাড়ের পাদদেশে তাদের ক্ষেতখামার ও জমি রয়েছে। যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে। তাই হাতি থেকে ক্ষেতের বাগান রক্ষায় শনিবার (৭ জানুয়ারি) রাতেই পাহাড়ে যায় চারজন। কিন্তু প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও দুপুর পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফিরেননি। তিনি পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করছেন, তার ভাইসহ চারজনকে অপহরণ করেছে ডাকাতরা।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, অপহরণের খবরটি শুনে তিনি পুলিশকে জানিয়েছেন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হালিম জানান, এ বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর