১১ জানুয়ারি, ২০২৩ ১২:৪০

দুর্গাপুর পৌরসভার মেয়র পদে ভোট কাল; লড়াই হবে ত্রিমুখী

দুর্গাপুর পৌরসভার মেয়র পদে ভোট কাল; লড়াই হবে ত্রিমুখী

নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলা দুর্গাপুর পৌরসভার শূন্য মেয়র পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারী)। নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। তিন দলের তিন প্রার্থীই অত্যন্ত শক্তিশালী। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার প্রচারণায় বাধাসহ নানা অভিযোগ থাকলেও ইসলামি ঐক্যজোটের প্রার্থীর সেসকল অভিযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের ভয় রয়েছে। তাদের দাবি, সুষ্ঠু নির্বাচন হলে এবার জয়ী হবেন তারাই। 

এদিকে আওয়ামী লীগের প্রার্থীর দাবি প্রয়াত মেয়রের সকল কাজ সম্পন্ন করতে এবার তিনিই জয়ী হবে। তবে ভোটাররা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি যিনি ক্ষমতায় যাচ্ছেন ঘুরে ফিরে জনগণের কাঙ্খিত প্রত্যাশা পূরণ করছেন না কেউই। সকলেই খনিজ সম্পদের লুটপাটের মহোৎসবের প্রতিযোগিতায় লিপ্ত হন। এমন নানা ধরনের মতের সমাপ্তি ঘটবে বৃহস্পতিবারের ভোটের মধ্য দিয়ে। 

নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থীরা নানা প্রতিশ্রুতি শেষ মুহূর্তের প্রচারণায় দিনরাত এক করে ভোটারদের মন জয় করার চেষ্টা করে এবার জয়ী হবার ক্ষণ গুণছেন। মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত সাবেক মেয়র মাওলানা মো আব্দুস ছালাম (নৌকা)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা)। সকলেই দিনরাত এক করে মাঠে চষেছেন। তবে বিএনপি নেতার অভিযোগ ছিলো তাদের প্রচার প্রচারণায় বাধায় তারা তেমনভাবে কাজ করতে পারেনি। 

অন্যদিকে নৌকার প্রার্থী ফুরফুরে মেজাজে প্রচার প্রচারণা চালিয়ে শতভাগ আশান্বিত। তার দাবি, তিনিই করবেন দুর্গাপুরবাসীর কাঙ্খিত প্রত্যাশা পূরণ। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৯টি কেন্দ্রে ৭৬টি বুথে ২০৭৮১ জন ভোট প্রয়োগ করবেন। পুরুষ ভোটার ১০ হাজার ০৬৬ জন ও নারী ভোটার ১০ হাজার ৭১৫ জন।  

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হযেছে। ইভিএম পদ্ধতিতে পরিছন্ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য ২০২২ সনের গত ১৮ অক্টোবর মেয়র বিডার আলা উদ্দিন আলাল রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়। 

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর