১২ জানুয়ারি, ২০২৩ ০৯:৪৪

বিটকয়েনের নামে প্রতারণা, গ্রেফতার এক

অনলাইন ডেস্ক

বিটকয়েনের নামে প্রতারণা, গ্রেফতার এক

বিটকয়েনের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার।

বিটকয়েনের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেটিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতের নাম মো. আব্দুল মান্নান (৫০)। তার বিরুদ্ধে ৩০ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন মো. মহরুল হক।

বুধবার (১১ জানুয়ারি) পিবিআই সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এর আগে, সোমবার (৯ জানুয়ারি) রাতে নাটোরের গুরুদাসপুরের নওপাড়া গ্রাম থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করে পিবিআই নাটোর জেলার একটি দল। পরদিন মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মান্নানসহ তিনজন ভিকটিম মহরুলের সাথে সুস্পর্ক গড়ে তোলেন। ২০২০ সালে ৩১ মার্চ গুরুদাসপুরে তারা একটি কয়েন দেখিয়ে তার কাছ থেকে ৩০ লাখ ১৫ হাজার টাকা নেন। মহরুল কয়েনটি বাড়িতে নিয়ে আসার পর বুঝতে পারেন যে ওই কয়েনটি ভুয়া। পরে গুরুদাসপুর থানায় একটি মামলা করেন। তবে থানা পুলিশ আসামি গ্রেফতার করতে পারেননি। তারা আদালতে অভিযোগপত্র দিলে বাদী নারাজির আবেদন করেন। পরে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর