১২ জানুয়ারি, ২০২৩ ১৪:৪১

সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেনের মৃত্যু

দেলোয়ার হোসেন

সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেলোয়ার হোসেন ২০০১ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে বরগুনা -১ সংসদীয় আসন ( বরগুনা-বেতাগী) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। বিদ্রোহী হয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। 

দেলোয়ার হোসেন ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু করেন। জেলা ছাত্রলীগের সভাপতি থাকাবস্থায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন।

দেলোয়ার হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সংসদ সদস্য সুলতানা নাদিরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রশিদ, মোতালেব মৃধা, বরগুনা পৌর মেয়র আ্যডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আ্যাডভোকেট শাহজাহান, পাবলিক পলিসি ফোরামের আহবায়ক মো. হাসানুর রহমান, নাগরিক অধিকারের সাধারণ সম্পাদক, মনির কামাল, ন্যাপের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে যারা চম্পাসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর