১২ জানুয়ারি, ২০২৩ ১৯:৫৩

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে  লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি সদরের শালবন মুক্তিযোদ্ধা পল্লী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মান্নান খান নামে এক ব্যাক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন এক অভিযানে এই জরিমানা করেন।

সূত্র জানিয়েছে, দীর্ঘদিন পাহার কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা লঙ্ঘনের দায়ে মান্নান খান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয় ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর