শিরোনাম
১৬ জানুয়ারি, ২০২৩ ১৩:৩৫
ঘন কুয়াশার জের

রাবনাবাদ চ্যানেলে পাঁচ জেলেসহ নৌকাডুবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

রাবনাবাদ চ্যানেলে পাঁচ জেলেসহ নৌকাডুবি

প্রতীকী ছবি

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে জাহাজের ধাক্কায় পাঁচ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। তাৎক্ষনিক অন্য ট্রলারের জেলেরা নদী থেকে ভাসমান জেলেদের উদ্ধার করলেও ডুবে যায় ইঞ্জিন চালিত নৌকাটি। 

দুর্ঘটনায় নৌকার মালিক রুহুল আমিন ও তার ছেলে রবিউল হাওলাদার আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) ঘন কুয়াশার কারনে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় ও জেলেদের সুত্রে  জানা গেছে, রাবনাবাদ চ্যানেলে একটি জাহাজ পণ্য খালাশ করে ফিরে যাওয়ার সময় কুয়াশার কারনে মাছ ধরা নৌকার সাথে ধাক্কা লাগে। এসময় পাঁচ জেলেসহ নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। অন্য ট্রলারের জেলেরা ওইসব জেলেদের নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, নৌ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নৌকার পাঁচ জেলেই উদ্ধার হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর