১৭ জানুয়ারি, ২০২৩ ১৯:৫২

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আব্দুস সাত্তার ভূঁইয়াসহ দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আব্দুস সাত্তার ভূঁইয়াসহ দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকালে প্রতীক পরিবর্তনের বিষয়টি জানা যায়। এর মধ্যে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া-ডাব প্রতীক পরিবর্তন করে কলার ছড়ি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা-সিংহ প্রতীক পরিবর্তন করে আপেল দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ভুলবশত এই দুই প্রার্থীর প্রতীক স্বতন্ত্র প্রতীকগুলোর বাইরে পড়ে গিয়েছিল। তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে আগামী ১ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনকে সামনে রেখে ৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর