১৮ জানুয়ারি, ২০২৩ ১৮:৩৬

বাসস্থান নিশ্চিতসহ ১২ দফা দাবি নির্মাণ শ্রমিকদের

বাসস্থান নিশ্চিতসহ ১২ দফা দাবি নির্মাণ শ্রমিকদের

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

সারাদেশে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত, কর্মস্থলে নিরাপত্তা, কর্মস্থলে নিহত শ্রমিককে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি পরবর্তী মানববন্ধন ও সামবেশ থেকে শ্রমিক নেতারা এসব দাবি জানান। এসময় সকল শ্রমিকদের হাতে লাল পতাকা দেখা যায়।

লক্ষ্মীপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ইনসাব এর সভাপতি জয়নাল আবেদীন, আহবায়ক আব্দুল মাবুদ আলম, সাধারণ সম্পাদক মো. নুর আলম, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ। 

বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা নানাভাবে বৈষম্যের শিকার। তারা নগরায়নে অবদান রাখলেও শ্রমিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ শ্রমিকদের পেশাগত ঝুঁকি অনেক কিন্তু দুর্ঘটনা ঘটলে ন্যূনতম ক্ষতিপূরণ তারা পায় না। তাই অচিরেই শ্রমিকদের এসব দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর