২৫ জানুয়ারি, ২০২৩ ১৬:৩৭

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধ করার দাবি উঠেছে। ফুটপাতে খাবার বিক্রি করে একদিকে যেমন জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে, অন্যদিকে প্রায় ২ শতাধিক হোটেল শ্রমিকের জীবিকাও হুমকির মুখে পড়েছে। ফুটপাতে খাবার বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দেবীগঞ্জ হোটেল মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ বিজয় চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি বিপ্লব কুমার সাহা, হোটেল মালিক নৃপেন চন্দ্র বর্মন, দেবীগঞ্জ হোটেল শ্রমিক নেতা লুৎফর রহমান ও ইউসুফ শেখ প্রমুখ।

মানববন্ধনে দেবীগঞ্জের প্রায় দুই শতাধিক হোটেল শ্রমিক ও হোটেল মালিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর