২৬ জানুয়ারি, ২০২৩ ১৪:৩২

প্রজাতন্ত্র দিবস ও সাপ্তাহিক ছুটিতে দুই দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

প্রজাতন্ত্র দিবস ও সাপ্তাহিক ছুটিতে দুই দিন আমদানি-রফতানি বন্ধ

প্রজাতন্ত্র দিবস ও স্বরস্বতী পূজা উপলক্ষে আজ এবং আগামীকাল শুক্রবার দুই দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু জানান, বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও স্বরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত, পণ্য খালাস্, শুল্কায়ন ও লোড-আনলোড কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। ভারতের খালী ট্রাক ফিরে যেতে পারবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

অপর দিকে ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু বকর ও বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর পি উদিত একে অপরকে মিষ্টি উপহার তুলে দেন। এ সময় বিএসএফ সদস্যরা প্যারেড প্রদর্শন করে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর